1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন

ইলিয়াস আলী সারাজীবন মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন: লুনা

রনি আহম্মেদ
  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২৩ Time View

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, জনগণের অধিকার পুনরুদ্ধারই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। তিনি বলেন, এম. ইলিয়াস আলী ছিলেন প্রকৃত জননেতা—যিনি সারাজীবন দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নিরলসভাবে কাজ করেছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার সিংগের কাস, বৈরাগী বাজার ও রামপাশা বাজারে লিফলেট বিতরণ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন লুনা।

তিনি বলেন, “ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পরও তার আদর্শ আজও মানুষের হৃদয়ে জীবন্ত। তাঁর স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। বিএনপি বিশ্বাস করে—দেশের জনগণই সকল ক্ষমতার উৎস।”

বর্তমান সরকারের সমালোচনা করে তাহসিনা রুশদীর লুনা বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার উন্নয়নের নামে বিদেশে টাকা পাচার করেছে। দেশের অবকাঠামো এখন ভঙ্গুর অবস্থায়। বিএনপি সবসময় জনগণের প্রকৃত উন্নয়ন চায়। আগামীতে ধানের শীষের বিজয় হলে দেশের সমস্যাগুলোর সমাধান হবে এবং দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে।”

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানান—আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইলিয়াস আলীর আদর্শ ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে সফল করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া চেয়ারম্যান, যুক্তরাজ্য অল্ডহাম বিএনপি সভাপতি জামাল উদ্দিন, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক, প্রবাসী মোনায়েম খান, বশির আহমদ, এমাদ উদ্দিন খান চেয়ারম্যান, আমির উদ্দিন মেম্বার, ক্বারী মাওলানা লোকমান, আনিসুজ্জামান খান, খছরুজ্জামান খছরুসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss