সাম্প্রতিক সংঘাতের সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে লক্ষ্য করে সরাসরি হামলা চালিয়েছিল ইসরায়েল। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)-এর ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে এ দাবি করেছে দেশটির গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।
শনিবার (১২ জুলাই) প্রকাশিত ওই প্রতিবেদনে জানানো হয়, গত ১৬ জুন তেহরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অধিবেশন চলছিল। উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, প্রধান বিচারপতি মোহসেনি এজেইসহ আরও শীর্ষস্থানীয় কর্মকর্তারা।
এই সময় ভবনটির প্রবেশপথ ও নির্গমনপথ লক্ষ্য করে ছয়টি ক্ষেপণাস্ত্র বা বোমা হামলা চালায় ইসরায়েলের ডিফেন্স ফোর্স (IDF)। হামলার পরপরই ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে আগে থেকেই প্রস্তুত জরুরি সুরক্ষাব্যবস্থার মাধ্যমে বেরিয়ে যেতে সক্ষম হন প্রেসিডেন্টসহ অন্যান্য কর্মকর্তারা। এ সময় পায়ে সামান্য আঘাত পান প্রেসিডেন্ট পেজেশকিয়ান।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, একই ধরনের হামলা চালিয়ে অতীতে লেবাননের হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যা করা হয়েছিল।
এ ঘটনার বিষয়ে ইসরায়েল এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি। তবে হামলার তথ্য প্রকাশের পর থেকে ইরানজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
Leave a Reply