সিঙ্গাপুরে চতুর্থ নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে শনিবার (২০ সেপ্টেম্বর) মঞ্চ মাতানোর কথা ছিল গ্যাংস্টার সিনেমার জনপ্রিয় গান ‘ইয়া আলি’ খ্যাত বলিউড সঙ্গীত পরিচালক ও গায়ক জুবিন গর্গের। কিন্তু সেই আনন্দের অপেক্ষা আর পূর্ণ হলো না। উৎসবের একদিন আগেই না ফেরার দেশে চলে গেলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন জুবিন। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তার দেওয়া শেষ ভিডিওবার্তা।
ভিডিওতে কালো টি-শার্ট ও প্যান্ট পরা জুবিনকে দেখা যায় গলায় নজরকাড়া হার পরে ভক্তদের উদ্দেশে কথা বলতে। সেখানে তিনি জানাচ্ছিলেন,
“সিঙ্গাপুরের সাংস্কৃতিক উৎসবে আমি আপনাদের সাথে থাকবো। আপনাদের সাথে কথা বলবো, মঞ্চে পারফর্ম করবো। সবাই উৎসবে আসবেন। ধন্যবাদ।”
ভক্তদের অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানালেও ভাগ্যের নির্মম পরিহাসে তিনি আর সেই মঞ্চে উঠতে পারেননি। তার অকাল মৃত্যুতে টালিউড ও বলিউডে নেমে এসেছে শোকের ছায়া।
মাত্র ৫২ বছর বয়সে জীবনাবসান হলো এই কিংবদন্তি শিল্পীর। টালিউড ও বলিউড মিলে তিনি গেয়েছেন ২০ হাজারেরও বেশি গান। তার হিট গানের মধ্যে রয়েছে ‘দিল তুহি বাতা’ (কৃশ থ্রি), ‘চোখের জলে’ (পরাণ যায় জলিয়ারে), ‘ইয়া আলি’ (গ্যাংস্টার), ‘খুদা জানে’ (পাগলু টু) সহ অসংখ্য গান।
তার শেষ ভিডিওবার্তা দেখে ভক্তরা অশ্রুসিক্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমের কমেন্ট বক্স ভরে উঠছে ভাঙা হৃদয়ের ইমোজিতে।
Leave a Reply