1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়–পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি রোববার

নিউজডেস্ক
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৯ Time View

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে গণহত্যার তথ্য গোপনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক–এর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী রোববার (১১ জানুয়ারি) দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সময় নির্ধারণ করা হয়।

রাষ্ট্রপক্ষের অভিযোগে জয় ও পলকের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়, জুলাই আন্দোলন চলাকালে দুজন পারস্পরিক মোবাইল ফোনে আলোচনার মাধ্যমে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্ত নেন, যার উদ্দেশ্য ছিল গণহত্যার তথ্য আড়াল করা।

একইসঙ্গে অভিযোগে আরও বলা হয়, ইন্টারনেটের লাইন পোড়ানো হয়েছে—এমন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর এর দায় চাপানোর চেষ্টা করা হয়।

এই মামলায় বর্তমানে গ্রেফতার অবস্থায় আছেন জুনাইদ আহমেদ পলক। অপরদিকে অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। তিনি বর্তমানে পলাতক থাকায় তার পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবীরা লড়বেন বলে জানিয়েছেন আদালত।

এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss