1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১০:০০ অপরাহ্ন

ইতিহাস গড়ে ১ লাখ ১১ হাজার ডলার ছুঁলো বিটকয়েন, বিনিয়োগকারীদের নজর এখন ভার্চুয়াল মুদ্রায়

ডেস্ক রিপোর্ট
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৮৮ Time View

সব পূর্বের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে বিশ্বের শীর্ষ ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন। বৃহস্পতিবার (২২ মে) এক বিটকয়েনের মূল্য ছুঁয়েছে অভাবনীয় ১ লাখ ১১ হাজার ৪৭৩ ডলার, যা ইতিহাসে সর্বোচ্চ।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের ঋণমান কমিয়ে দেওয়ার পর বিনিয়োগকারীরা ডলারের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প সম্পদের দিকে ঝুঁকছেন, যার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হয়ে উঠছে বিটকয়েন ও অন্যান্য ক্রিপ্টোকারেন্সি। এদিকে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা কমায় ঝুঁকির পরিমাণ হ্রাস পেয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

বিটকয়েনের রেকর্ড গড়ার মাঝেও সব ভার্চুয়াল মুদ্রা একযোগে বাড়ছে না। দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত ক্রিপ্টোকারেন্সি ইথার (Ethereum) দাম বৃদ্ধিতে পিছিয়ে। বৃহস্পতিবার সকালে এর মূল্য বেড়েছে মাত্র ২.৫ শতাংশ, দাঁড়িয়েছে ২ হাজার ৬১৮ ডলারে।

তবে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে বাইন্যান্স কয়েনেও (BNB)। প্রতিটির দাম বেড়ে হয়েছে ৬৮৬ ডলার, যা প্রায় ২ শতাংশ বৃদ্ধি।

বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতিতে বিটকয়েনকে ‘ডিজিটাল গোল্ড’ হিসেবে মূল্যায়ন করছেন অনেক বিশেষজ্ঞ। তারা বলছেন, ভবিষ্যতের অনিশ্চয়তা ও মূল্যস্ফীতির মোকাবিলায় ক্রিপ্টোকারেন্সির ওপর আস্থা বাড়ছে। তবে এ বাজার এখনও অত্যন্ত অস্থির এবং ঝুঁকিপূর্ণ বলেও সতর্ক করছেন তারা।

বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের মধ্যে ভার্চুয়াল মুদ্রার প্রতি এই আগ্রহ ভবিষ্যতে আর্থিক ব্যবস্থার দৃশ্যপট পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss