গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে ‘গণহত্যায় সহযোগিতার’ অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো ও পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানিসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
বুধবার (৮ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও আল জাজিরা।
মেলোনি নিজেই ইতালির রাষ্ট্রীয় টেলিভিশন আরএআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমার সঙ্গে আরও দুই মন্ত্রী এবং প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান লিওনার্দোর প্রধান রবার্তো চিনগোলানিকেও অভিযুক্ত করা হয়েছে।”
তিনি আরও দাবি করেন, “পৃথিবী বা ইতিহাসে এমন নজির আর নেই।” তবে এই মন্তব্যের পেছনে তার যুক্তি স্পষ্ট করেননি তিনি।
আল জাজিরা জানায়, মামলার অভিযোগপত্রে আইনজীবী, অধ্যাপক এবং বিখ্যাত ব্যক্তিসহ মোট ৫০ জন স্বাক্ষর করেছেন।
এদিকে গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদে গত কয়েক দিন ধরে ইতালির বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী মেলোনির প্রতিও তীব্র ক্ষোভ প্রকাশ করছেন।
Leave a Reply