ইউনিয়ন ব্যাংক থেকে এস আলম গ্রুপ প্রায় ২৮ হাজার কোটি টাকা লোপাট করেছে বলে অভিযোগ করেছেন ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান ফরিদ উদ্দিন আহমেদ। তিনি জানান, এই বিপুল অঙ্কের ঋণের বিপরীতে এমনকি ১ হাজার কোটি টাকারও জামানত নেই।
বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকে জমা দেয়া সর্বশেষ অডিট রিপোর্টে এসব তথ্য জানানো হয়। চেয়ারম্যান ফরিদ উদ্দিন বলেন, আমানতকারীদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্ত নেবে, ইউনিয়ন ব্যাংক তা মেনে নেবে। তবে শুনানিতে ব্যাংক একীভূতকরণের বিপক্ষে অবস্থান জানিয়েছে এক্সিম ব্যাংক।
শরিয়াহ্ ভিত্তিক ব্যাংকগুলোর একীভূতকরণ নিয়ে আয়োজিত সর্বশেষ শুনানিতে উঠে আসে এই চাঞ্চল্যকর তথ্য। এর আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকও তাদের অসহায় অবস্থার কথা জানিয়েছিল। ইউনিয়ন ব্যাংকের রিপোর্টে বলা হয়েছে, এস আলমের নামে ও বেনামে নেয়া ঋণের অঙ্ক দাঁড়িয়েছে মোট মূলধনের ৯২ শতাংশ। এমনকি যাদের নামে এই ঋণ নেয়া হয়েছে, তাদের অনেককেই খুঁজে পাওয়া যাচ্ছে না।
ইউনিয়ন ব্যাংকে বর্তমানে প্রায় ২৬ হাজার কোটি টাকার আমানত রয়েছে। চেয়ারম্যান ফরিদ উদ্দিন বলেন, “আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে আমানতকারীরা ক্ষতিগ্রস্ত না হন।”
এদিকে, বৈঠক শেষে তিনি আরও জানান, একীভূতকরণ বা পুনর্গঠন—বাংলাদেশ ব্যাংক যেকোনো পদক্ষেপ নিলে ইউনিয়ন ব্যাংক সেটির সঙ্গে একমত হবে। তবে তালিকাভুক্ত আরেকটি ব্যাংক এক্সিম ব্যাংক বরাবরের মতো মার্জারের বিপক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
Leave a Reply