সিরিয়ার আলেপ্পো শহরের আশরাফিয়াহ ও শেখ মাকসুদ এলাকা ছাড়তে অস্বীকৃতি জানিয়েছে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (SDF)। ওই এলাকাগুলো ঘিরে রাখা সিরীয় সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এসডিএফ যোদ্ধারা।
আল জাজিরাকে সিরীয় কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষ চলা আলেপ্পোর বিভিন্ন পাড়া থেকে এসডিএফ যোদ্ধাদের সরিয়ে নিতে প্রায় ৫০টি বাস পাঠানো হচ্ছে। তবে যোদ্ধারা এলাকা ছাড়তে রাজি না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আশরাফিয়াহ, শেখ মাকসুদ ও বানি জেইদ এলাকায় যে অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছিল, তা আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই আপাতত বাড়ানো হয়েছে। তবুও উত্তেজনা পুরোপুরি কমেনি।
গত মঙ্গলবার থেকে নতুন করে সহিংসতা শুরু হওয়ার পর এখন পর্যন্ত কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন।
সংঘর্ষের কারণে আশরাফিয়াহ ও শেখ মাকসুদ এলাকা থেকে এক লক্ষের বেশি বেসামরিক মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। নিরাপত্তাহীনতা ও মানবিক সংকট ক্রমেই গভীর হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
Leave a Reply
You must be logged in to post a comment.