দেশের মাটিতে লিওনেল মেসির সম্ভাব্য শেষ ম্যাচ ঘিরে পুরো আর্জেন্টিনা যেন উৎসবমুখর। বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে শুক্রবার ভোরে মাস মনুমেন্টালে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। ঘরের মাঠে এটিই হতে পারে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, তাই সমর্থকদের মধ্যে বাড়ছে আবেগের ঢেউ।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে নিজেকে সামলাতে পারেননি কোচ লিওনেল স্ক্যালোনি। সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে দিতে হঠাৎ চোখ ভিজে ওঠে তাঁর। উপস্থিত সবার সামনে আবেগাপ্লুত হয়ে পড়েন বিশ্বকাপজয়ী এই কোচ।
মেসিকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করে স্ক্যালোনি বলেন—
“সে যখন ঘরে ঢোকে, তখন যে পরিবেশ তৈরি হয়, জীবনে কখনো দেখিনি। সতীর্থ হয়ে মেসিকে বল দেওয়া, পরে তাকে কোচিং করা আর বিশ্বকাপ জেতা—এটা এক অবিশ্বাস্য অভিজ্ঞতা। আগামীকাল হবে আবেগে ভরা এক ম্যাচ।”
তবে স্ক্যালোনি ইঙ্গিত দিয়েছেন, এটা হয়তো মেসির শেষ ম্যাচ নাও হতে পারে আর্জেন্টিনার মাটিতে। তাঁর ভাষায়, “যদি সে শেষ ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয়, আমরা নিশ্চিত করব যেন আরেকটি ম্যাচ খেলার সুযোগ সে পায়।”
এদিকে স্ক্যালোনি জানিয়েছেন, তিনি স্বাভাবিকভাবেই জাতীয় দলের দায়িত্ব পালন করছেন এবং তাঁর চুক্তি ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।
Leave a Reply