1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন

আয়ারল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩ Time View

দাপুটে পারফরম্যান্সে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। মাত্র ৩৮ বল হাতে রেখে ১১৮ রানের লক্ষ্য পেরিয়ে যায় টাইগাররা। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে মঙ্গলবার (২ ডিসেম্বর) অনুষ্ঠিত হয় সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি।

টসে জিতে আগে ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ড শুরুটা ভালো করলেও শরিফুল, মোস্তাফিজ ও রিশাদের বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় অতিথিরা। দলের পক্ষে সর্বোচ্চ লড়াই করেন পল স্টার্লিং, তবে তাকে থামান রিশাদ। শেষ পর্যন্ত ১১৭ রানে থামে আইরিশদের ইনিংস।

এ ম্যাচে ঘটে এক অনন্য রেকর্ড—আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে দেশের প্রথম ফিল্ডার হিসেবে এক ম্যাচে ৫টি ক্যাচ নিয়েছেন তানজিদ হাসান। আয়ারল্যান্ডের শেষ পাঁচ ব্যাটারই তার হাতে ক্যাচ দিয়ে আউট হন।

টাইগার বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন নেন ৩টি করে উইকেট, আর শরিফুল পান ২টি উইকেট।

১১৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৩৮ রানে প্রথম উইকেট হারালেও লিটন ও সাইফের আউট হওয়া বড় প্রভাব ফেলতে পারেনি। কারণ এরপর দায়িত্ব নেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। ৭৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে তারা নিশ্চিত করেন সহজ জয়।

৩৫ বলে দারুণ ফিফটিতে ৫৫ রানে অপরাজিত থাকেন তানজিদ, আর ইমন খেলেন শান্ত ইনিংস—অপরাজিত ৩৩ রান।

প্রথম দুই ম্যাচ শেষে সিরিজ ১-১ সমতায় থাকায় এটি ছিল এক ধরনের ‘অলিখিত ফাইনাল’। সেই ফাইনালে দাপট দেখিয়েই সিরিজ জিতলো বাংলাদেশ, পাশাপাশি বিশ্বকাপের প্রস্তুতিতেও এগিয়ে রাখলো নিজেদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss