ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে সাবেক অধিনায়ক তামিম ইকবালের মন্তব্যের পর তাকে ‘ভারতীয় দালাল’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম। বিষয়টি নিয়ে ক্রিকেটাঙ্গনে শুরু হয়েছে বিতর্ক ও নিন্দার ঝড়। তবে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন এই বোর্ড পরিচালক।
শুক্রবার (৯ জানুয়ারি) দেশের একটি ক্রিকেটভিত্তিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এম নাজমুল ইসলাম বলেন, “এখন শব্দটা যদি আমি ইংরেজিতে বলতাম, তাহলে হয়তো এভাবে নেওয়া হতো না। আপনি যদি আমাকে এখন জিজ্ঞেস করেন, আমি নিজেও বলব—আমি একজন দালাল। তবে পার্থক্য হলো, আমি বাংলাদেশের দালালি করি। দালালের ইংরেজি ‘এজেন্ট’ বললে সুন্দর শোনায়, কিন্তু বাংলা শব্দটা একটু খারাপ লাগে।”
তামিম ইকবালের কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে তিনি বলেন, “এখানে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ, আমি মনে করি আমি দেশের প্রতিফলন, দেশের মানুষের প্রতিফলন। এটা দেশের গণমানুষের অনুভূতিরই বহিঃপ্রকাশ। এখানে ভিন্নভাবে ভাবার সুযোগ নেই।”
সমালোচনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন একটি পোস্ট দিয়েছেন নাজমুল ইসলাম। নিজের ফেসবুক আইডিতে তিনি লেখেন, “মোস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল যখন ভারতে নিরাপত্তা ঝুঁকিতে, তখন মাননীয় ক্রীড়া উপদেষ্টা বিষয়টি অনুধাবন করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের বিষয়ে বিসিবির সঙ্গে আলোচনা করতে বলেছেন।”
তিনি আরও লেখেন, “মাননীয় পররাষ্ট্র উপদেষ্টাও ক্রীড়া উপদেষ্টার এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন। এমন এক পরিস্থিতিতে দেশের জনগণের সেন্টিমেন্টের বাইরে গিয়ে ভারতীয়দের হয়ে ব্যাট করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে ১৫ হাজার রান করা এক লেজেন্ডারি ক্রিকেটার। এটি আমার ব্যক্তিগত অভিমত। অনুগ্রহ করে এই মন্তব্যকে অন্যভাবে নেবেন না।”
এই বক্তব্য ও পোস্ট ঘিরে দেশের ক্রিকেটাঙ্গনে আলোচনা-সমালোচনা আরও তীব্র হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.