সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচটিও হেরে আন্তর্জাতিক ক্রিকেটে আরও একবার হতাশার ছবিই এঁকেছে বাংলাদেশ। টানা দুই ম্যাচে হারার পর সিরিজ খোয়াতে হলো আইসিসির সহযোগী সদস্য আরব আমিরাতের কাছে—যে দলটির বিপক্ষে এমন হার এক দশক আগেও ছিল অকল্পনীয়।
এবার টাইগারদের সামনে নতুন চ্যালেঞ্জ—পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের একটি গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি সিরিজ। তবে দলের বাকি সদস্যরা যখন প্রস্তুতির জন্য দেশে অবস্থান করছেন, তখন আগেই পাকিস্তানে পৌঁছে গেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন, কারণ তার সামনে আরও তাৎপর্যপূর্ণ আরেকটি ম্যাচ।
লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামছেন রিশাদ
পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর স্থগিত হওয়া আসরের এলিমিনেটর ম্যাচে করাচি কিংসের মুখোমুখি হবে লাহোর কালান্দার্স। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায় লাহোরে শুরু হবে এই ম্যাচ, যেখানে লাহোরের মূল স্পিন আক্রমণের নেতৃত্বে দেখা যাবে রিশাদকে।
সংযুক্ত আরব আমিরাত সফরে শেষ টি-টোয়েন্টি খেলেই পাকিস্তানে পা রাখেন তিনি। কালান্দার্স কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তার দলের সঙ্গে যোগ দেওয়ার খবর নিশ্চিত করে।
রিশাদ ভিডিও বার্তায় বলেন,
“আসসালামু আলাইকুম, লাহোর কালান্দার্স পরিবারের কাছে আবার ফিরে এলাম। মাঠে দেখা হবে। চলুন, জয় ছিনিয়ে আনি।”
পিএসএল স্থগিত হওয়ার আগে কালান্দার্সের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন রিশাদ, যেখানে ৯টি উইকেট শিকার করে নজর কাড়েন এই তরুণ। এরপর জাতীয় দলের সঙ্গে আমিরাতে যান, প্রথম ম্যাচে না খেললেও শেষ দুই ম্যাচে ভালো পারফর্ম করেন। দ্বিতীয় ম্যাচে ২৮ রানে ২ উইকেট এবং তৃতীয় ম্যাচে ৩১ রানে ১ উইকেট নেন তিনি।
লাহোর কালান্দার্সের হয়ে কোয়ালিফায়ার পর্বে আরও দেখা যেতে পারে বাংলাদেশের দুই অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ-কে। আন্তর্জাতিক ব্যস্ততা সামলে তারাও পিএসএলে নিজেদের প্রভাব রাখতে প্রস্তুত।
বাংলাদেশ জাতীয় দলের সাম্প্রতিক ব্যর্থতার ভিড়ে রিশাদদের পারফরম্যান্স কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে। এলিমিনেটর ম্যাচে জয় পেলে কালান্দার্সের প্লে-অফ সম্ভাবনা উজ্জ্বল হবে, আর রিশাদের জন্য সেটি হতে পারে নিজেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টির জন্য আরও এক ধাপ প্রস্তুত করার বড় সুযোগ।
Leave a Reply