চারপাশে অনন্ত মরুভূমি, হাতে উটের দড়ি— সেই অবস্থায় কান্নাজড়ানো কণ্ঠে এক যুবকের আকুতি,
“আমি বাড়ি ফিরতে চাই… আমাকে বাঁচান, না হলে আমি মরে যাব!”
সৌদি আরবে আটকে পড়া এক ভারতীয় যুবকের এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ভারতীয় দূতাবাস সক্রিয় হয়ে ওঠে।
ভিডিওতে ওই যুবক নিজেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জেলার হান্দিয়া এলাকার বাসিন্দা হিসেবে পরিচয় দেন। তার অভিযোগ, কফিল বা নিয়োগকর্তা তার পাসপোর্ট জব্দ করে জোরপূর্বক আটক করে রেখেছেন। এমনকি মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
যুবক বলেন,
“আমার পাসপোর্ট কফিলের কাছে। আমি দেশে ফিরতে চাই বলতেই তিনি ফেরত দিতে অস্বীকার করেন, বরং আমাকে মেরে ফেলার হুমকি দেন।”
তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন, যেন তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়। ভিডিওতে নিজের নাম প্রকাশ না করলেও তিনি সকলের উদ্দেশে বলেন,
“আমার ভিডিওটি যত সম্ভব শেয়ার করুন, যাতে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছায়। আমি শুধু আমার মায়ের কাছে ফিরতে চাই।”
ভিডিওটি এক্স (Twitter)-এ ভাইরাল হওয়ার পর দিল্লির আইনজীবী কল্পনা শ্রীবাস্তব বিষয়টি পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করকে ট্যাগ করে শেয়ার করেন, এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এদিকে, বিষয়টি নজরে আসার পর সৌদি আরবে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা ওই যুবকের অবস্থান শনাক্তের চেষ্টা করছে। তবে ভিডিওতে স্পষ্ট কোনো লোকেশন না থাকায় দ্রুত পদক্ষেপ নিতে কিছুটা সময় লাগছে।
দূতাবাস কর্তৃপক্ষ আইনজীবী কল্পনা ও উত্তরপ্রদেশের প্রশাসনের কাছে যুবকের বিষয়ে অতিরিক্ত তথ্য দেওয়ার অনুরোধ জানিয়েছে, যাতে তার উদ্ধারের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যায়।
তথ্যসূত্র: এনডিটিভি