উত্তর কোরিয়া আবারও ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে। স্থানীয় সময় বুধবার সকালে পূর্ব উপকূল থেকে জাপান সাগরের দিকে বেশ কয়েকটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটি।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী নিশ্চিত করেছে এই তথ্য। দেশটির সামরিক বাহিনীর বরাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইয়োনহাপ জানায়, শনাক্ত করা বস্তুগুলো স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে, যা প্রায় ৩৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। তবে মিসাইলের নির্দিষ্ট ধরন এখনো প্রকাশ করা হয়নি।
দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য এপেক সম্মেলনের এক সপ্তাহ আগে উত্তর কোরিয়ার এমন পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সিউল। সম্মেলনে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ বহু বিশ্বনেতা।
উল্লেখ্য, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে গত মে মাসেও ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়েছিল পিয়ংইয়ং। চলতি মাসের শুরুর দিকেও তারা সামরিক কুচকাওয়াজে নতুন দূরপাল্লার ‘হোয়াসং-২০’ আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে।