বাংলাদেশের কিংবদন্তি রক তারকা ফারুক মাহফুজ আনাম জেমস আবারও পুত্র সন্তানের বাবা হয়েছেন। এ বছরের ৮ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে ভোর সাড়ে তিনটায় জন্ম নেয় তার নবজাতক পুত্র জিবরান আনাম। সন্তান জন্মের সময় জেমস ও পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
নতুন সদস্যকে বরণ করে নেওয়ার পর জেমস ও তার স্ত্রী নামিয়া এক মাস যুক্তরাষ্ট্রে অবস্থান করে দেশে ফিরে আসেন। জেমসের তৃতীয় স্ত্রী নামিয়া যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন এবং জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিস বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন।
জেমসের এটি তৃতীয় বিয়ে। তার প্রথম স্ত্রী ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী রথি, যাকে তিনি ১৯৯১ সালে বিয়ে করেন এবং ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়। দ্বিতীয় স্ত্রী ছিলেন বেনজীর সাজ্জাদ, যাকে জেমস ২০০০ সালে যুক্তরাষ্ট্রে বিয়ে করেন; তবে ২০১৪ সালে সেই সম্পর্কেরও ইতি ঘটে।
বর্তমানে জেমসের প্রথম পরিবারে একটি পুত্র ও একটি কন্যাসন্তান এবং দ্বিতীয় সংসারে একটি কন্যাসন্তান রয়েছে। নতুন পুত্র জিবরানের আগমনে এই কিংবদন্তি শিল্পীর পরিবারে যুক্ত হলো আরও একটি আনন্দ অধ্যায়।