আফগানিস্তানের কুনার প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের সেবামূলক প্রতিষ্ঠান হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। সংস্থাটি ৬০ পরিবারকে সোলার প্যানেল, লাইট ও ফ্যান, ১৫০ পরিবারকে নগদ অর্থ এবং ৬০০ পরিবারের মাঝে খাবার বিতরণ করেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পাটান এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।
হাফেজ্জী চ্যারিটেবলের ছয় সদস্যের একটি টিম বর্তমানে কুনার প্রদেশে অবস্থান করছে এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সহায়তা দিচ্ছে। কুনার প্রদেশের গভর্নর মোল্লা আব্দুল হক হক্কানীর আতিথেয়তায় সংস্থার কর্মকর্তারা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন।
সংস্থাটির মহাপরিচালক মুহাম্মদ রাজ জানান, ভয়াবহ ভূমিকম্পে চারপাশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, অসহায় মানুষের কান্না এবং আহাজারিতে ভরে উঠেছে চারদিক। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ ও সোলার প্যানেল দিয়ে তাদের জরুরি প্রয়োজন মেটানোর পাশাপাশি অন্ধকার ক্যাম্পে আলোর ব্যবস্থা করা হয়েছে, যা শিশুদের পড়াশোনা, অসুস্থদের সেবা এবং নিরাপত্তায় নতুন সম্ভাবনা তৈরি করেছে।
২০১৩ সালে প্রতিষ্ঠিত হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি দেশে-বিদেশে অসহায়দের সহযোগিতা, চিকিৎসা, স্বাবলম্বীকরণ ও পুনর্বাসনে কাজ করছে। সংস্থাটি গাজাসহ বিভিন্ন স্থানে নানামুখী মানবিক সহায়তা প্রদান করে আসছে।
Leave a Reply