1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন

আফগানিস্তানে আবারও ৪.৩ মাত্রায় ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৯ Time View

আফগানিস্তানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানায়, স্থানীয় সময় বুধবার (১০ ডিসেম্বর) ভোরে ৪.৩ মাত্রার এই কম্পন আঘাত হানে। গালফ নিউজের তথ্য অনুযায়ী, কাবুলের উত্তর-পূর্বাঞ্চলে প্রায় ১৫০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল রেকর্ড করা হয়।

সামাজিক মাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে আফগানিস্তানজুড়ে কম্পনের বিষয়টি নিশ্চিত করে এনসিএস।

এনসিএস জানায়, এর আগেই একই দিন ৩.৮ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল। পরপর এই কম্পনগুলো ইঙ্গিত দিচ্ছে—অঞ্চলটিতে সাম্প্রতিক সময়ে ভূমিকম্পীয় কার্যকলাপ বেড়েছে।

এর আগের দিন মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১টা ১৭ মিনিটে আরও একটি ৪.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার উৎপত্তিস্থল ছিল ১০ কিলোমিটার গভীরে। একই দিন দুপুর ২টা ৩৬ মিনিটে ৭০ কিলোমিটার গভীরে আরেকটি কম্পন রেকর্ড হয়, যা আফটারশকের আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।

রেড ক্রস জানিয়েছে, আফগানিস্তান বিশেষ করে হিন্দুকুশ অঞ্চল ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোর অন্যতম, যেখানে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প ঘটে থাকে।

এর আগে গত ৪ নভেম্বর উত্তর আফগানিস্তানে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২৭ জন নিহত এবং ৯৫৬ জন আহত হয়।

সূত্র: গালফ নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss