দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)–এর সর্বশেষ ঘোষণায় ভরিতে ১ হাজার ৫০ টাকা কমানোর সিদ্ধান্ত কার্যকর হয়েছে আজ রোববার (৭ ডিসেম্বর) থেকে। এর ফলে চলতি সপ্তাহে স্বর্ণের বাজারে নতুন দামের তালিকা অনুসারে লেনদেন চলছে।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম:২২ ক্যারেট: ২,১১,০৯৫ টাকা, ২১ ক্যারেট: ২,০১,৪৯৬ টাকা, ১৮ ক্যারেট: ১,৭২,৭০৯ টাকা, সনাতন পদ্ধতি: ১,৪৩,৬৮৯ টাকা।
বাজুস জানিয়েছে, স্বর্ণের মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬% ন্যূনতম মজুরি যুক্ত করতে হবে। গহনার ডিজাইন, কাজের ধরন ও মান অনুযায়ী মজুরি কিছুটা ওঠানামা করতে পারে।
গত ১ ডিসেম্বর বাজুস ভরিতে ১,৫৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২,১২,১৪৫ টাকা নির্ধারণ করেছিল, যা কার্যকর হয় ২ ডিসেম্বর থেকে। ২১ ক্যারেট: ২,০২,৪৯৯ টাকা, ১৮ ক্যারেট: ১,৭৩,৫৭২ টাকা, সনাতন: ১,৪৪,৪২৪ টাকা
২০২৫ সালে এখন পর্যন্ত ৮৩ বার বদলানো হয়েছে স্বর্ণের দাম বেড়েছে: ৫৬ বার, দাম কমেছে: ২৭ বার। ২০২৪ সালে মোট সমন্বয় হয়েছিল ৬২ বার। স্বর্ণের দাম কমলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে দেশের বাজারে রুপার দাম:
২২ ক্যারেট রুপা: ৪,২৪৬ টাকা, ২১ ক্যারেট রুপা: ৪,০৪৭ টাকা, ১৮ ক্যারেট রুপা: ৩,৪৭৬ টাকা, সনাতন পদ্ধতি: ২,৬০১ টাকা চলতি বছরে রুপার দাম ৯ বার সমন্বয় হয়েছে—দাম বেড়েছে: ৬ বার, কমেছে: ৩ বার
Leave a Reply
You must be logged in to post a comment.