দেশজুড়ে অভিযান ও জরিমানার প্রতিবাদে সারাদেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।
সংগঠনটি জানিয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে তাদের কর্মসূচি কার্যকর হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ রাখা হবে।
বুধবার সন্ধ্যায় সারাদেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের এ সিদ্ধান্তের বিষয়ে লিখিত নোটিশ দেওয়া হয়।
এর আগে বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশন বৃদ্ধি, জরিমানা বন্ধসহ ছয় দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন এলপিজি ব্যবসায়ীরা। একই সঙ্গে দাবি মানা না হলে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সরবরাহ ও বিপণন বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়।
আল্টিমেটামের সময়সীমা শেষ হওয়ার আগেই বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধের কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনটি।
Leave a Reply
You must be logged in to post a comment.