1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন

আগামীকাল থেকে সারাদেশে সরকারি প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা

নিউজডেস্ক
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২১ Time View

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায়ে আগামীকাল রোববার (৯ নভেম্বর) থেকে সারাদেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক শিক্ষকরা। শনিবার (৮ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে এ ঘোষণা দেন তারা।

এর আগে বিকেলে শাহবাগে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। শিক্ষকরা অভিযোগ করেন, বিনা উসকানিতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে তাদের ওপর হামলা চালায়। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন শিক্ষক আহত হন।

পরবর্তীতে আন্দোলনরত শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখান থেকে সারাদেশে একযোগে কর্মবিরতির ঘোষণা দেন।

শিক্ষকদের দাবি,

“আমরা বিনা উসকানিতে হামলার শিকার হয়েছি। এর দায় নিতে হবে সংশ্লিষ্টদের। অভিযুক্ত পুলিশ সদস্যদের চিহ্নিত করে দ্রুত বিচার করতে হবে।”

তারা আরও জানান,

“দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে, কর্মবিরতি অব্যাহত থাকবে।”

শিক্ষক নেতারা বলেন, দীর্ঘদিন ধরে তিন দফা দাবি জানিয়ে আসলেও সরকার কোনো সাড়া দেয়নি। তাই দশম গ্রেডে বেতন কাঠামো বাস্তবায়ন, বৈষম্য দূরীকরণ এবং পদোন্নতি সংক্রান্ত সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss