ইরানকে পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে চলতি বছরের আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। সোমবার (১৪ জুলাই) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এক টেলিফোনালাপে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে অ্যাক্সিওস, সূত্র উল্লেখ করে আনাদোলু এজেন্সি।
এই আলটিমেটামের মধ্যে ইরান যদি কোনো ইতিবাচক পদক্ষেপ না নেয়, তবে ২০১৫ সালের পরমাণু চুক্তির আওতায় যে সব জাতিসংঘ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল, তা স্বয়ংক্রিয়ভাবে আবার কার্যকর হবে।
বিষয়টির সঙ্গে যুক্ত তিনটি সূত্র অ্যাক্সিওসকে জানায়, এই টেলিফোনালাপের মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে কূটনৈতিক উদ্যোগকে সমন্বয় করা। ইউরোপীয় রাষ্ট্রগুলো শিগগিরই তেহরানের সঙ্গে যোগাযোগ করবে এবং স্পষ্ট বার্তা দেবে:
“আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA) পর্যবেক্ষণ আবার চালু করলে এবং আস্থাশীল পদক্ষেপ নিলে ইরান নিষেধাজ্ঞা এড়াতে পারবে।”
২০১৫ সালে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির সঙ্গে সই হয় ইরান পরমাণু চুক্তি (JCPOA)। এর অধীনে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত রাখার অঙ্গীকার করেছিল।
তবে ২০১৮ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে একতরফাভাবে সরে যান এবং ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করেন। যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে—যদিও ইরান বরাবরই তার কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে দাবি করে এসেছে।
Leave a Reply