বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থার কথা জানিয়ে দল ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি জানান, গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। এর আগে শনিবার দিবাগত রাতে তিনি বলেছিলেন, সাবেক এই প্রধানমন্ত্রী একটি সংকটময় সময় পার করছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার শরীরে হাসপাতাল-সংক্রান্ত সংক্রমণ (Hospital-oriented infection) নিয়ন্ত্রণে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এদিকে, রোববার রাতে মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে অবগত হন।
দলীয় সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার সুস্থতার জন্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মীসহ দেশ-বিদেশের সমর্থকদের কাছে নিয়মিত দোয়া কামনা করা হচ্ছে।
Leave a Reply
You must be logged in to post a comment.