1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

আইপিএল ২০২৬-এর আগে কেকেআরকে মোস্তাফিজকে ছাড়তে নির্দেশ বিসিসিআইয়ের

স্পোর্টস ডেস্ক
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৭ Time View

আইপিএল ২০২৬ মৌসুমকে সামনে রেখে বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, কেকেআর চাইলে মোস্তাফিজের পরিবর্তে অন্য কোনো খেলোয়াড় দলে নিতে পারবে এবং সে বিষয়ে বোর্ড অনুমোদন দেবে। তবে ঠিক কী কারণে ফিজকে ছাড়তে বলা হয়েছে, সে বিষয়ে বিসিসিআই বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়নি।

উল্লেখ্য, আইপিএল নিলামে ৯ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে ভেড়ায় কেকেআর। তার কাটার, ইয়র্কার ও ডেথ ওভারের কার্যকর বোলিংয়ের কারণে আইপিএলে তিনি দীর্ঘদিন ধরেই অন্যতম নির্ভরযোগ্য বিদেশি বোলার হিসেবে পরিচিত। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসানের পর মোস্তাফিজই আইপিএলে সবচেয়ে বেশি আলোচিত ও সফল নাম।

বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের ফলে আইপিএল ২০২৬-এ মোস্তাফিজের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সঙ্গে কেকেআরের দল গঠনেও বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে।

আইপিএলের ইতিহাসে মোস্তাফিজুর রহমানই এখন পর্যন্ত একমাত্র বাংলাদেশি ক্রিকেটার, যিনি ২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ‘ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কার জিতেছিলেন। তার এমন উত্থান ও সাফল্যের পর হঠাৎ এই সিদ্ধান্ত ক্রিকেট অঙ্গনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss