আইপিএল নিয়ে নেওয়া কোনো সিদ্ধান্ত দেশের ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিকভাবেই অব্যাহত থাকবে।
রোববার (১১ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সংশ্লিষ্ট বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
বাণিজ্য উপদেষ্টা আরও জানান, সরকার ব্যবসা-বাণিজ্যকে আরও সহজ, উদারীকরণ ও গতিশীল করতে নতুন আমদানি নীতি আদেশ জারির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই এ নীতিমালা উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে।
তিনি বলেন, নতুন আমদানি নীতির মাধ্যমে ব্যবসায়ীদের জন্য সুযোগ বাড়বে, আমদানি প্রক্রিয়া সহজ হবে এবং দেশের সামগ্রিক বাণিজ্য পরিবেশ আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।
আইপিএল ইস্যু নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই উল্লেখ করে শেখ বশিরউদ্দিন বলেন, এ সংক্রান্ত সিদ্ধান্তের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের কোনো যোগসূত্র নেই এবং এতে দেশের অর্থনৈতিক কার্যক্রম ব্যাহত হবে না।
Leave a Reply
You must be logged in to post a comment.