ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ফিজকে পেতে নিলামে লড়াইয়ে ছিল চেন্নাই সুপার কিংস ও কলকাতা শেষ পর্যন্ত জয় পায় কেকেআরই।
এটি আইপিএল নিলামে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্য। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা। উল্লেখযোগ্যভাবে, ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজাকে ৬ লাখ ডলারে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।
আইপিএলে মোস্তাফিজের এটি ষষ্ঠ দল। প্রথমবারের মতো কেকেআরের জার্সিতে দেখা যাবে তাকে। এর আগে তিনি খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের হয়ে।
আইপিএল ক্যারিয়ারে আট মৌসুমে ৬০ ম্যাচে ৬৫ উইকেট শিকার করেছেন মোস্তাফিজ—ডেথ ওভারে তার কাটার ও ভ্যারিয়েশন বরাবরই প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ।
Leave a Reply
You must be logged in to post a comment.