1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:২০ অপরাহ্ন

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে বন্দুকধারীকে নিরস্ত্র করলেন আহমেদ নামের পথচারী

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮ Time View

অস্ট্রেলিয়ার সিডনিতে ইহুদি ধর্মীয় উৎসব চলাকালে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় এক সাধারণ পথচারীর সাহসী পদক্ষেপে বহু প্রাণ রক্ষা পেয়েছে বলে মনে করছেন কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ঝুঁকি নিয়ে এগিয়ে গিয়ে এক বন্দুকধারীকে ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র করেন। এই সাহসিকতার জন্য তাকে ‘হিরো’ আখ্যা দেওয়া হচ্ছে।

রোববার বন্ডি বিচে ‘চানুকা বাই দ্য সি’ নামের অনুষ্ঠানে হামলার সময় শত শত মানুষ উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ফুটেজে দেখা যায়, পার্কিং এলাকায় এক বন্দুকধারীর হাতে রাইফেল থাকতেই একজন ব্যক্তি দৌড়ে এসে তাকে কাবু করেন, অস্ত্রটি কেড়ে নেন এবং মাটিতে রেখে দেন। পরে বন্দুকধারীটি সরে যেতে বাধ্য হয়।

অস্ট্রেলীয় গণমাধ্যমের তথ্যমতে, ওই সাহসী পথচারীর নাম আহমেদ আল আহমেদ (৪৩)। তার এক আত্মীয় জানিয়েছেন, হামলার সময় তিনি দু’বার গুলিবিদ্ধ হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন; রোববার রাতেই তার অস্ত্রোপচার হওয়ার কথা ছিল।

পুলিশ জানায়, হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। সন্দেহভাজন দুই হামলাকারীর একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আছে। তৃতীয় কেউ জড়িত ছিল কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। নিউ সাউথ ওয়েলস পুলিশ ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে ঘোষণা করেছে এবং জানিয়েছে, ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করেই আক্রমণটি পরিকল্পিত ছিল।

নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্স বলেন, “এটি আমার দেখা সবচেয়ে অবিশ্বাস্য দৃশ্য। ওই ব্যক্তি নিঃসন্দেহে একজন প্রকৃত নায়ক—তার সাহসিকতার কারণে বহু মানুষ আজ বেঁচে আছেন।”
প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও বলেন, “যারা বিপদের দিকে ছুটে গিয়ে অন্যদের সাহায্য করেছেন—তারা আমাদের নায়ক। তাদের সাহস জীবন বাঁচিয়েছে।”

ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। কর্তৃপক্ষ বলছে, দায়ীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss