1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

অভিনয়কে বিদায় জানালেন থালাপতি বিজয়, ভক্তদের উদ্দেশে আবেগী বার্তা

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪ Time View

দীর্ঘ ৩৩ বছরের বর্ণাঢ্য অভিনয়জীবনের ইতি টানলেন দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়। জীবনের শেষ সিনেমা ‘জন নায়াগান’-এর নতুন গান প্রকাশের দিন ভক্তদের উদ্দেশে এক আবেগঘন বার্তা দেন তিনি, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) মালয়েশিয়ার বুকিত জলিল ন্যাশনাল স্টেডিয়ামে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে থালাপতির বিদায়ী মুহূর্তের সাক্ষী হন প্রায় ৯০ হাজার ভক্ত। শেষ সিনেমার গান প্রকাশের পর মঞ্চে দাঁড়িয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন এই জনপ্রিয় তারকা।

ভাইরাল ভিডিওতে থালাপতি বিজয় বলেন,
“শ্রীলঙ্কার পর মালয়েশিয়াতেই বিশ্বের সবচেয়ে বড় তামিল জনগোষ্ঠীর বসবাস। ‘বিলা’, ‘কাভালান’, ‘কুরুবি’-সহ আমার অনেক সিনেমার শুটিং হয়েছে এই দেশেই। এতদিন মানুষ আমার জন্য সিনেমা হলে দাঁড়িয়েছে, এবার আমার পালা মানুষের পাশে দাঁড়ানোর।”

ক্যারিয়ারের শুরুর দিকের সংগ্রামের কথা স্মরণ করে তিনি বলেন,
“অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে। কিন্তু ভক্তরাই আমাকে ‘বালুর ঘর’ থেকে আজকের এই অবস্থানে পৌঁছে দিয়েছেন। তাই আগামী ৩০–৩৩ বছর আমি মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের ভালোবাসার ঋণ শোধ করতে চাই।”

সফলতার মূলমন্ত্র হিসেবে বিজয় আরও বলেন,
“জীবনে সফল হতে বন্ধুর চেয়েও শক্তিশালী শত্রু প্রয়োজন। একজন শক্ত প্রতিদ্বন্দ্বীই মানুষকে আরও দৃঢ় ও শক্তিশালী করে তোলে।”

তিনি ভক্তদের উদ্দেশে বার্তা দিয়ে বলেন,
“কাউকে কষ্ট দেবেন না, কাউকে আঘাত করবেন না। ছোট একটি ভালো কাজ বা সামান্য সাহায্য ভবিষ্যতে বড়ভাবে আপনাকে ফিরিয়ে দেবে।”

অনুষ্ঠানের একেবারে শেষে ভক্তদের জন্য ‘থালাপতি কাচেরি’ গানে নৃত্য পরিবেশন করে আবেগময় বিদায় জানান তিনি।

আগামী ৯ জানুয়ারি বিশ্বজুড়ে মুক্তি পাবে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’। এইচ বিনোথ পরিচালিত ছবিটিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল ও মামিথা বাইজু।

উল্লেখ্য, রাজনীতিতে সক্রিয় হওয়ার সিদ্ধান্তের কারণেই অভিনয় থেকে সরে দাঁড়াচ্ছেন থালাপতি বিজয়। গত বছর তিনি নিজস্ব রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (TVK) গঠন করেন। আগামী তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন এই দক্ষিণী সুপারস্টার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss