1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা গোলাম পরওয়ারের

নিউজডেস্ক
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ Time View

আগামী জাতীয় নির্বাচন জনগণের প্রত্যাশা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে কি না—তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকার ওপর জোর দেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, তফসিল ঘোষণার পর পুলিশ, বিজিবি, আনসার ও সেনাবাহিনীসহ সব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের অধীনে রয়েছে। এরপরও শেষ পর্যন্ত জনগণের প্রত্যাশিত ফ্রি, ফেয়ার ও ক্রেডিবল নির্বাচন অনুষ্ঠিত হবে কি না—তা নিয়ে জামায়াতে ইসলামীর উদ্বেগ রয়েছে।

তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন ভোটকেন্দ্রের আশপাশে এখনও সশস্ত্র সন্ত্রাসীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এসব সন্ত্রাসী সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে এবং নির্দিষ্ট প্রতীকে ভোট না দিলে ভোটকেন্দ্রে যেতে না দেওয়ার হুমকি দিচ্ছে।

সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের ভোটারদেরও ভয় দেখানো হচ্ছে—কেন তারা ভিন্ন দলে ভোট দেবেন, এমন প্রশ্ন তুলে চাপ সৃষ্টি করা হচ্ছে। বিষয়টি প্রধান নির্বাচন কমিশনারকে অবহিত করা হয়েছে এবং এর দায় নির্বাচন কমিশনের ওপর বর্তায় বলে মন্তব্য করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিরাপদ ও নিয়ন্ত্রিত না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন উল্লেখ করে তিনি নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

প্রধান উপদেষ্টার পূর্ববর্তী বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভোটাররা যেন ঈদের দিনের মতো উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন—সে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব সরকার ও নির্বাচন কমিশনের।

তিনি জানান, ১০ দল আলোচনার মাধ্যমে শিগগিরই আসন বণ্টনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। প্রত্যাহারের দিনে বাকি প্রার্থীরাও মনোনয়ন প্রত্যাহার করবেন।

নির্বাচনে পরিবর্তনের পক্ষে এবং ‘হ্যাঁ’ ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে সকাল সাড়ে ৯টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জামায়াত মনোনীত খুলনা-৫ আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন মিয়া গোলাম পরওয়ার। একই সময়ে খুলনা-১ আসনে কৃষ্ণ নন্দী, খুলনা-২ আসনে জাহাঙ্গীর হোসেন হেলাল, খুলনা-৪ আসনে কবিরুল ইসলাম এবং খুলনা-৬ আসনে আবুল কালাম আজাদ মনোনয়নপত্র জমা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss