শরীফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট আগামী ৭ জানুয়ারি দাখিল করা হবে। চার্জশিট জমা দেওয়ার পর অন্তর্বর্তী সরকারের সময়ের মধ্যেই এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে শাহবাগে ইনকিলাব মঞ্চে চলমান অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার হাদি হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত খুনি এবং এর পেছনে থাকা ব্যক্তিদের চিহ্নিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মামলার চার্জশিট যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সেজন্য নির্ভুল ও নিখুঁতভাবে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, “আমরা একটি শত্রুপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে কাজ করছি। তাই তদন্তের স্বার্থে এমন কোনো তথ্য প্রকাশ করা যাবে না, যা অপরাধীদের শক্তিশালী করে তোলে।”
হত্যাকাণ্ডে জড়িত কেউ দেশের বাইরে অবস্থান করলে তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে কূটনৈতিক চ্যানেলে ভারতকে স্পষ্টভাবে জানানো হয়েছে বলেও জানান তিনি। পরিবেশ উপদেষ্টা বলেন, ভারতে তাদের অবস্থান শনাক্ত করা গেলে দেশটি বাংলাদেশকে সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছে।
তদন্তের স্বার্থে এ মুহূর্তে এর বেশি তথ্য প্রকাশ করা সম্ভব নয় উল্লেখ করে তিনি জানান, এ বিষয়ে ডিবি পুলিশ সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে।
Leave a Reply
You must be logged in to post a comment.