অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশে ১,৬১৫টি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রবিবার (৭ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন গড়ে চারটি বিক্ষোভ কর্মসূচি হয়েছে। এর মধ্যে প্রায় ৬০০টি শিক্ষা-সংক্রান্ত। সব দাবি-দাওয়া শোনা ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা করছে।
সর্বশেষ নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া রাজবাড়ীর ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে দুজন স্থানীয় আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত। লাশ উত্তোলনের সঙ্গে জড়িত কাজী অপুকেও গ্রেফতার করা হয়েছে বলে জানান প্রেস সচিব।
পল্লী বিদ্যুৎ সমিতির সমস্যার সমাধানে ইতোমধ্যে দুটি কমিটি গঠন করা হয়েছে। বদলিকৃতদের পূর্বের কর্মস্থলে ফেরানো এবং সাময়িক বরখাস্তদের পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। তাই এ মুহূর্তে কর্মবিরতির কোনো প্রয়োজন নেই বলে সরকারের অবস্থান স্পষ্ট করেন শফিকুল আলম। তবে বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহকসেবা ব্যাহত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
এ সময় তিনি আরও জানান, উপদেষ্টা মণ্ডলীর বৈঠক থেকে স্থানীয় প্রশাসনকে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আরও সক্রিয়ভাবে কাজ করার কঠোর নির্দেশ দেওয়া হয়ে
Leave a Reply