অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপে নতুন ইতিহাস লিখেছে মরক্কো। প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। চিলিতে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত সেমিফাইনালে শক্তিশালী ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে এই কীর্তি গড়ে মরক্কো।
এর আগে মাত্র একবার, দুই দশক আগে, টুর্নামেন্টটির সেমিফাইনালে উঠেছিল মরক্কো। তবে এবার আর সেখানে থেমে থাকেনি দলটি।
ম্যাচের ৩২তম মিনিটে পেনাল্টি থেকে ইয়াসির জাবিরির গোলে এগিয়ে যায় মরক্কো। ফ্রান্সের মিডফিল্ডার আন্দ্রে লে বোর্গনের ফাউলেই পেনাল্টি উপহার পায় তারা। প্রথমে বল ক্রসবারে লেগে ফিরে এলেও গোলরক্ষকের গায়ে লেগে জালে জড়ায় বল।
তবে ৫৯তম মিনিটে লুকাস মাইকেলের গোলে সমতায় ফেরে ফ্রান্স। এরপর বাকি সময়জুড়ে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত থাকলেও নির্ধারিত ও অতিরিক্ত সময়ে আর কেউ গোলের দেখা পায়নি।
টাইব্রেকারে বাজিমাত করেন মরক্কোর গোলরক্ষক ইয়ানিস মার্তি। প্রথম পাঁচ স্পটকিক শেষে স্কোর সমান ৪-৪ থাকলেও, ষষ্ঠ শটে মরক্কোর নাইম বায়ার সফল হন। ফ্রান্সের এনগেসানের শট দারুণভাবে রুখে দেন মার্তি, আর তাতেই আনন্দে ভাসে মরক্কো শিবির।
এ ঐতিহাসিক জয়ের ফলে মরক্কো প্রথমবারের মতো খেলবে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২০ অক্টোবর।